বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। নওগাঁ বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে নয়টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর কিংকাই গ্রামের মো. আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোট ধাপ গ্রামের মো. শাহনেওয়াজ প্রামানিক (২০) এবং কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের মিথুন প্রামানিক (১৯)।
নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, আমার ভাইসহ নয়জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশে রওয়ানা দেই। পথে ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার ভাইসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আমরা দুইজন আহত হয়েছি।
নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, খবর পাওয়া মাত্রই নওগাঁর দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে আসি। উদ্ধার কাজ সম্পন্ন করে আদমদীঘি থানা পুলিশকে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদের সকলের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান রোববার রাত আড়াইটায় জানান, নিহতদের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকচালক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।