মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সড়ক অবরোধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/11/photo-1457695194.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের মুক্তির দাবিতে ঢাকা-দোহার সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-দোহার সড়কের আল আমিন বাজার থেকে রুদ্রপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধে অংশগ্রহণকারীরা জানায়, ২০০১ সালের ৭ জুলাই শ্রীনগরের বাঘড়া ইউপির চেয়ারম্যান আইয়ুব আলীকে হত্যার উদ্দেশে বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চবিদ্যালয় সংলগ্ন নিকারী বাড়িতে পরাজিত চেয়ারম্যান মনোয়ার আলী তাঁর সশস্ত্র ক্যাডার বাহিনীর সদস্য দুলাল, হাশেম ও বাদশাসহ কয়েকজনকে নিয়ে অবস্থান নেয়। সংবাদ পেয়ে আইয়ুব আলীর লোকজন ওই বাড়ি ঘেরাও করলে বাদশার গুলিতে আইয়ুব আলীর ভাতিজা আলাউদ্দিন নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে দিনব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশসহ দুই শতাধিক ব্যক্তি আহত এবং ইসমাইল নামে আইয়ুব আলীর পক্ষের আরেকজন মারা যায়। পরে বিকেলে উত্তেজিত লোকজন পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় মনোয়ার আলী, বাদশা ও হাশেম আলীকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে।
এতে আইয়ুব আলীকে হুকুমের আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করা হয়। মামলা চলার সময়েও ২০০৩ সালে আইয়ুব আলী জেলে বসে একবার চেয়ারম্যান নির্বাচিত হন। মামলায় আদালত ২০০৫ সালে আইয়ুব আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। আপিলেও এ রায় বহাল থাকে। সম্প্রতি আইয়ুব আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে ব্যর্থ হন। এ সংবাদে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজ ঢাকা-দোহার সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং আইয়ুব আলীর মুক্তি দাবি করে।