মাগুরায় গমক্ষেতে পাওয়া গেল কিশোরীর লাশ

মাগুরা জেলার শালিখা উপজেলার মনোখালী গ্রামের একটি গমক্ষেত থেকে আঁখি আক্তার (১১) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কিশোরীর বাড়ি ঝিনাইদহ জেলার হাসানহাটি গ্রামে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মনোখালী গ্রামের গমক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, গতকাল বৃহস্পতিবার চাচার সঙ্গে ঝিনাইদহ শহরে যায় মেয়েটি। চাচা একটি ফটোকপি মেশিনের দোকানের বাইরে মেয়েটিকে দাঁড় করিয়ে ভেতরে ঢোকে। ওই সময় চাচার সঙ্গে থাকা জুয়েল নামের একটি ছেলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
সন্ধ্যায় একটি মোবাইল ফোনে জুয়েল পরিচয়ে পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়। পরে ঝিনাইদহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। লাশটি মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।