টঙ্গিবাড়ীতে বিএফইউজের মহাসচিবকে সংবর্ধনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457724986.jpg)
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুককে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে একুশ বিক্রমপুর টঙ্গিবাড়ী নামে একটি সংগঠন এ সংবর্ধনা দিয়েছেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
একই অনুষ্ঠানে মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের উপদষ্টো ও টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদারসহ অনেকেই। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।