ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভ্যানযাত্রীর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/14/photo-1457969485.jpg)
ঝিনাইদহের সদর উপজেলায় ট্রাকচাপায় দুই রিকশাভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাটগোপাল এলাকার ছাইয়াল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের আবদুর রশিদের স্ত্রী সায়েরা খাতুন (৩৫) ও একই গ্রামের দিনমজুর রবিউল ইসলাম লাটু (৩০)। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, হাটগোপালপুর বাজার থেকে যাত্রী বোঝাই করে ব্যাটারিচালিত রিকশাভ্যান ছায়াইল সড়কের ছাগলবান্দা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
ওসি আরো জানান, এতে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।