বরিশালে স্কুল ছাত্রীর ‘আত্মহত্যা’
বরিশালে আমানতগঞ্জ আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রী নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাবা মায়ের সাথে ‘অভিমান’ করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করেছে পুলিশ।
নিহত ছাত্রী বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ কনেস্টবল ফরিদ উদ্দিনের কন্যা। সোমবার নগরীর পলাশপুর বৌ বাজার এলাকায় নিজ ঘরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) ফয়সাল।
এসআই ফয়সাল জানান, পিতা মাতার সাথে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ঠিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।