কালকিনিতে এসি ল্যান্ড লাঞ্ছিতের ঘটনায় মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/15/photo-1458045958.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. সাঈদুজ্জামান খানকে অফিস ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে কালকিনি থানায় উপজেলা চেয়ারম্যানসহ তিনজনকে আসামি করে মামলাটি করেন সহকারী কমিশনার মো. সাইদুজ্জামান।
মামলায় উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন ছাড়া অন্য আসামিরা হলেন কালকিনি যুবলীগের সদস্য মো. শাহ আলম সরদার ও বাচ্চু হাওলাদার।
মামলায় তিনজনের নাম উল্লেখ করলেও অনৈতিক কাজে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাজাহান খান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু এবং এলএসডি রাশেদুজ্জামান খান চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘সোমবার উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন ওএমএস ডিলার নিয়োগসংক্রান্ত একটি কাজ নিয়ে কালকিনির এসিল্যান্ড মো. সাইদুজ্জামানের কাছে যান। এ সময় চেয়ারম্যান নিয়োগসংক্রান্ত কাগজ গত ১০ ফেব্রুয়ারি তারিখ দিয়ে অনুমোদন করতে বলেন। এসিল্যান্ড মো. সাইদুজ্জামান অনুমোদন করতে অস্বীকৃতি জানালে তাঁকে লাঞ্ছিত করে।’
লাঞ্ছিত করার পর পরই উপজেলা চেয়ারম্যানের লোকজন এসিল্যান্ডের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
জানতে চাইলে কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. সাঈদুজ্জামান খান বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে অবৈধ কাজের জন্য স্বাক্ষর দিতে বললে আমি তাতে রাজি না হলে তিনি ক্ষেপে আমার অফিসে এস হুমকি-ধমকি দেযন। তার সাথে থাকা দু-তিনজন ছেলে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’
গত ১০ ফেব্রুয়ারি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় এসিল্যান্ড মো. সাইদুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।