বাকপ্রতিবন্ধী মেয়েটি কার?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/15/photo-1458053409.jpg)
কুমিল্লার চান্দিনা পৌরসভার কাজীবাড়ি সংলগ্ন সড়কে এই কিশোরীকে পাওয়া গেছে। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা পৌরসভার কাজীবাড়ি সংলগ্ন সড়কে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) পাওয়া গেছে।
মেয়েটি কথা বলতে না পারায় তার নাম-পরিচয় কিছুই বোঝা যাচ্ছে না। সে ইশারায় কথা বলছে। তার সঙ্গে একটি ব্যাগ রয়েছে। ব্যাগে তার ব্যবহারের কাপড়-চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির আশ্রয়দাতা জানান, আজ সকালে মেয়েটিকে নিয়ে তিনি চান্দিনা থানায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে যান। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। তাই তিনি তাঁর কাছে মেয়েটি রেখেছেন। মেয়েটিও তাঁর কাছ থেকে যেতে চাচ্ছে না।
বাকপ্রতিবন্ধী মেয়েটি এখন চান্দিনা পৌরসভার মরহুম কাজী জাহাঙ্গীর আলমের বাড়িতে রয়েছে।