খাগড়াছড়িতে জামিন পেলেন মাহফুজ আনাম
খাগড়াছড়িতে মানহানির অভিযোগে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
আজ বুধবার সকালে খাগড়াছড়ির অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মাহফুজ আনাম। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।
ডেইলি স্টার সম্পাদকের আইনজীবী নাছির উদ্দিন আহম্মেদ জানান, শুনানি শেষে আগামী ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদের প্রকাশের অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা গত ১৫ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি বলেন, ‘এটা আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’