ফরিদপুরে মাহফুজ আনামের জামিন
ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে মানহানি মামলায় জামিন দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। একই সঙ্গে পরবর্তী হাজিরার তারিখ ২৭ মে ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাঁকে এক হাজার টাকার মুচলেকায় এবং একজন ব্যক্তির জিম্মায় জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, আসামির বিরুদ্ধে দরখাস্তকারীর যে অভিযোগ তা জামিনযোগ্য অপরাধ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিকে এক হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া মামলার পরবর্তী তারিখ ২৭ মে ধার্য করেছেন।
আদালত থেকে বের হয়ে প্রতিক্রিয়ায় মাহফুজ আনাম বলেন, ‘জামিন পেয়ে আমি খুবই খুশি। আমার পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ।’
গত ২২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির এই মামলাটি করেন। সে সময় আদালত তাঁকে ১৫ মার্চ তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, মামলার আরজিতে বলা হয়, ২০০৭ সালের ৩ জুনে দৈনিক ডেইলি স্টার পত্রিকায় আওয়ামী লীগ প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির ভিত্তিহীন সংবাদ ছাপা হয়। গত ৪ ফেব্রুয়ারি এটিএন নিউজ চ্যানেলে ডেইলি স্টার পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক তা স্বীকারও করেন। এ ভিত্তিহীন সংবাদে আমি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৫০ কোটি টাকার সম্মানহানি হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ মার্চ বিবাদী মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছিলেন।
মাহফুজ আনাম গত ৪ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি বলেন, ‘এটা আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’