গাজীপুরে মাহফুজ আনামের জামিন
মানহানির মামলায় গাজীপুরের আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে তিনি আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন।
গত ১৭ ফেব্রুয়ারি পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তার প্রতি সমন জারি করে।
আসামীপক্ষের আইনজীবি মো. সুলতান উদ্দিন জানান, ১০ হাজার টাকা বন্ডের মাধ্যমে বিচারক একজন আইনজীবি ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় আদালত তাঁকে জামিন প্রদান করেন।