হাতকড়াসহ ধর্ষণ মামলার আসামির পলায়ন, পরে ধরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/19/photo-1458386685.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাতকড়াসহ ধর্ষণ মামলার এক আসামি পালানোর আট ঘণ্টা পর পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিক আসামির নিজ এলাকা পিরোজপুরের জগন্নাথকাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ সকাল ৭টার দিকে শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ পাহারায় চিকিৎসারত অবস্থায় ধর্ষণ মামলার আসামি মুহিত (২৫) পালিয়ে যান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হাসপাতাল থেকে পালানোর পর পুলিশ তাঁর পিছু নয়। পরে আসামিকে তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর থেকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) সোমনাথ জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় মাশুরগাঁও ফেরিঘাট এলাকার মুহিত তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে মুহিতকে পিটুনি দেন। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা করেন।
এসআই সোমনাথ জানান, আজ সকাল ৭টার দিকে আসামি মুহিত বাথরুমের ভেনটিলেটর ভেঙে হাতকড়াসহ পালিয়ে যান। এ সময় শ্রীনগর থানার কনস্টেবল আবদুল বারেক ও আবদুর রউফ আসামিকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছিলেন।