চাঁদাবাজির প্রতিবাদে কাল খাগড়াছড়িতে হরতালের ডাক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/20/photo-1458493886.jpg)
চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আগামীকাল সোমবার খাগড়াছড়ি পৌর শহরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি।
আজ রোববার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় এ ঘোষণা দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহ্বায়ক রফিকুল আলম।
পৌর মেয়র বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
এ সময় কমিটির সদস্য সচিব এস এম শফি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হাজী লিয়াকত আলী চৌধুরী, আবাসিক হোটেল মালিক সমিতির প্রতিনিধি এস অনন্ত ত্রিপুরাসহ ব্যবসায়ী ও পরিবহন মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জরুরি সভা থেকে ব্যবসায়ীরা অবিলম্বে সাজেকসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদান ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়াদি দেন তাঁরা।