চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে হরতাল পালিত
খাগড়াছড়িতে পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পৌর শহরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে আজ সোমবার আধাবেলা হরতাল পালিত হয়।
গতকাল রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার মেয়রের কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় হরতালের ঘোষণা দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহ্বায়ক রফিকুল আলম।
আজ পৌর শহরে হরতাল চলাকালে রিকশা, টমটম বন্ধ থাকায় বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। জেলা শহর থেকে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। ছেড়ে যায়নি দূরপাল্লার সড়কের কোনো যানবাহন। পৌর শহরে দোকানপাটও বন্ধ ছিল।
হরতাল চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার ও বাস টার্মিনাল এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
এদিকে হরতালের কারণে সাজেকে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখে যানবাহন সমিতি। মুঠোফোনে যানবাহন মালিকদের সাজেকে পর্যটকবাহী গাড়ি যেতে নিষেধ করা হয়। অন্যথায় গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।