শিবচরে নির্বাচন পরবর্তী সংঘর্ষ, আহত ২০
মাদারীপুরে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে বিজয়ী সাধারণ সদস্য ও পরাজিত সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার প্রথম দফা নির্বাচনের একদিন পর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য আব্বাস মুন্সী সমর্থকদের নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে পরাজিত সাধারণ সদস্য পদপ্রার্থী আবদুল জব্বার হাওলাদারের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা হলেন মো. চাঁন মিয়া (২২), মো. আক্কাস হাওলাদার (১৭), মো. দেলোয়ার বেপারী (৩২), মো. চাঁন মিয়া (৪০), আবদুর রাজ্জাক হাওলাদার (৭০), আলমগীর হাওলাদার (২২), মো. সেলিম হাওলাদার (৩৫), মাহমুদা আক্তার (৩২), ইয়াছিন (১৮), আন্না বেগম (৫০), জালাল ঢালী (৫০), ফাতেমা বেগম (৫৫), মো. সজিব (২০), মো. জাকির হোসেন (৪৫), আবদুল লতিফ খান (৪৫), ময়না বেগম( ৪৫) প্রমুখ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, কাদিরপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এলাকা শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।