পাবনায় জামিন পেলেন মাহফুজ আনাম
পাবনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মানহানি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মাহফুজ আনাম। শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আগামী ১২ মে পুনরায় আদালতে হাজিরের নির্দেশ দেন।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মলয় কুমার রায়, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী প্রমুখ। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম ও অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু।
এক-এগারোর সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করার অভিযোগে পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি মানহানি মামলাটি দায়ের করেন।