লৌহজংয়ে ব্যবসায়ী সঞ্জয়ের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/25/photo-1458906169.jpg)
ব্যবসায়ী সঞ্জয় সরকার হত্যার ঘটনায় উত্তাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী।
লৌহজংয়ের ঘোড়দৌড় বাজার কমিটি ও লৌহজং মানবাধিকার কমিশনের উদ্যোগে মাওয়া-লৌহজং-বালিগাঁও মহাসড়কে আজ বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘণ্টা এই কর্মসূচি করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মো. মামুন বেপারী। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অজয় চক্রবর্তী, মো. রফিক মোল্লা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সি, মো. রফিকুল ইসলাম খান, লৌহজং পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, খোকা মৃধা, তাপস দাস, কাজল সাহা, মনোজ কুমার সিংহ অমিত, লিলি সাহা, দিলপি সাহা, আনন্দ সাহা, নিতাই দাস, রুবেল ফকির, গোবিন্দ সরকার, জুয়েল ঢালী, ইকবাল বেপারী, রতন খান, জুয়েল খান, মনসুর মুন্সি, অপু শেখ, রনজু মোল্লা, দোলন পাল, নিপু মোল্লা, রিকু পাল, সুজন দাস, জামাল মোল্লা, শম্ভুনাথ বণিক, চন্দ্রনাথ মণ্ডল, মিজান বেপারী প্রমুখ।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী ২৮ মার্চ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
গত ২২ মার্চ লৌহজং থানার সামনে নিজ মুদি দোকান থেকে সঞ্জয়ের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আগের রাতে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।