স্বাধীনতা দিবসে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/26/photo-1459005632.jpg)
সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও দুর্নীতিবিরোধী শপথের আয়োজন করা হয়।
দুর্নীতিবিরোধী এ শপথ পরিচালনা করেন সভার বিশেষ অতিথি খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান। দুর্নীতিবিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনীতে খাগড়াছড়ির ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুবুর রহমান, কলেজ অধ্যক্ষ কর্নেল ড. মনিরুজ্জামান, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, পরিচালনা পর্ষদ সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সামাজিক অন্যায়, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য এবং মানবাধিকার রক্ষা ও সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্টুন ভালো ভূমিকা রাখতে পারে বলে সমাবেশে উল্লেখ করেন বক্তারা। দুর্নীতিবিরোধী কার্টুন পরিদর্শন শেষে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুবুর রহমান দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর জন্য টিআইবি ও সনাকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
শপথ অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আজকে স্বাধীনতার এই দিনে যাঁরা দুর্নীতিবিরোধী শপথ নিয়েছেন আশা করি আপনারা নিজ নিজ শপথ রক্ষা করতে সচেষ্ট হবেন এবং আজকের তরুণ প্রজন্মের হাত ধরে দুর্নীতিমুক্ত হোক আমাদের প্রিয় স্বদেশ-মাতৃভূমি বাংলাদেশ।’
খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট কলেজে প্রথমবারের মতো আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীতে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত। তারা এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য আহ্বান জানায়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সমর্থন জানিয়ে বলে, এ দেশ একদিন দুর্নীতিমুক্ত হবেই। শিক্ষার্থীরা দুর্নীতিকে ঘৃণা প্রকাশ করে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দেলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন মন্তব্য লেখে।