আ.লীগ কর্মীদের ওপর বিদ্রোহী প্রার্থীর ‘হামলা’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/28/photo-1459135932.jpg)
মাদারীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিক আকন্দের লোকজনের ওপর বিদ্রোহী প্রার্থী বাবুল সরদারের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, গতকাল দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিক আকন্দ ও বিদ্রোহী প্রার্থী বাবুল সরদার জেলা প্রশাসকের ডাকা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় যাচ্ছিলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পুলিশ দুই পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এএসপি আরো জানান, এ ঘটনার জের ধরে বাবুল সরদারের লোকজন রোববার রাতে তৌফিক আকন্দের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি শটগানের গুলি ছোড়ে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান এএসপি।