মহেশপুরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/01/photo-1459503854.jpg)
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। ভোট গ্রহণের পরদিন আজ শুক্রবার সকালে চার/পাঁচটি বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
urgentPhoto
বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক অভিযোগ করেছেন, নৌকা প্রতীকে ভোট দেওয়ার কারণে বিজয়ী আবদুল মালেকের (আওয়ামী লীগের বিদ্রোহী) লোকজন সকাল থেকে এলাকায় তাণ্ডব শুরু করে দেয়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ভৈরবা গ্রামের সৈয়দ মেম্বারসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। তিনি আরো জানিয়েছেন, দুই নারীসহ আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ভয়ে এলাকার নৌকা প্রতীকের সমর্থকরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও জানান তিনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন, গতকালের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছেন। এর পর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর লোকজন বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার পর পুলিশের টহল দল এলাকায় পাহারা দিচ্ছে। খবর পাওয়ামাত্র সেখানে ছুটে যাচ্ছেন তাঁরা। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানিয়েছেন, সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে সমঝোতার চেষ্টা করছে পুলিশ। তারা মোমিনতলা বাজারে উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান বিপুল ভোটে দলীয় বিদ্রোহী প্রার্থী আবদুল মালেকের কাছে পরাজিত হয়েছেন।