নেত্রকোনায় কর্মী নিহতের প্রতিবাদে আ. লীগের অবরোধ
দলীয় কর্মী নিহতের প্রতিবাদে নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলায় চারদিনব্যাপী অবরোধ কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।
২২ মার্চ প্রথম দফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে খালিয়াজুরীর আদাউড়া কেন্দ্রে ভোট গণনার সময় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আওয়ামী লীগ প্রার্থী গোলাম আবু ইছহাকের ছোট ভাই গোলাম আবু কাওসার এবং আহত হন উপপরিদর্শক (এসআই) ফজলুল হক।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সানোয়ারুজ্জামান জোসেফ, তাঁর ভাই খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক, এসআই ফজলুল হককে এই হত্যায় অভিযুক্ত করে তাঁদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শোক মিছিল ও অবরোধ কর্মসূচি দেয় খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ৩০ মার্চ থেকে ২ এপ্রিল নাগাদ টানা সড়ক ও নৌপথ অবরোধ চলবে।
এদিকে একই দাবিতে ২৪ মার্চ থেকে উপজেলা সদরের দোকানপাট বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে ভাটি অঞ্চলের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক, রিকশাচালক, নৌকার মাঝি, ছোট দোকানিদের মাথায় হাত। সাধারণ লোকজনের ওপর চলছে নির্যাতন-নিপীড়ন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, নির্বাচন শেষ হয়েছে। কিন্তু তাদের ওপর নির্যাতন শেষ হচ্ছে না। নৌকায় ভোট না দিয়ে আনারসে ভোট দেওয়ার অপরাধে পরাজিত প্রার্থীর লোকজন প্রতিদিন কাউকে না কাউকে মারধর করছে। ঘর থেকে বের হতে দেয় না। থানায় জানালে পুলিশও কিছু করছে না। লিখিত অভিযোগ দিলে পুলিশ গ্রহণ করে না।
এদিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে ২২ মার্চ রাতে আদাউড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক অজ্ঞাতপরিচয়ের ৩০০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ২৩ মার্চ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দুয়া থানার এসআই মিজানুর রহমান আকন্দ কেন্দ্রে নির্বাচনী সহিংসতা ও নিহতের ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা করেন।
অপর দিকে নিহতের ভাই আরিফুল ইসলাম ফালাক কাওসার হত্যায় সানোয়ারুজ্জামান জোসেফ, তাঁর ভাই খালিয়াজুরী উপজেলার চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক, এসআই ফজলুল হককে আসামি করে খালিয়াজুরী থানায় অভিযোগ দায়ের করেছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, নিহতের ভাইয়ের দেওয়া অভিযোগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের করা মামলার তদন্তের সঙ্গে এই অভিযোগটিরও তদন্ত করা হবে।
সাধারণ লোকজনের ওপর নির্যাতনের ব্যাপারে ওসি জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁদের জানা নেই।