জাটকা ধরায় জেলেকে এক বছরের সাজা
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে জাটকা (ছোট ইলিশ মাছ) ধরার দায়ে এক জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার পুরান বেড়ী এলাকায় জাহান উদ্দিন (৪২) নামের ওই জেলের কাছ থেকে ২০ কেজি জাটকা জব্দ করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল ইসলাম আজ সোমবার এ দণ্ডাদেশ দেন। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরার সময় নৌকাসহ এক জেলেকে পুলিশ আটক করে। পরে ওই জেলে ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করলে তাঁকে এক বছরের সাজা দেওয়া হয়।’