‘রেল বাঁচাও’ দাবিতে জামালপুরে সিপিবি, বাসদের বিক্ষোভ

রেলের দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধের দাবিতে জামালপুর রেলজংশন স্টেশনে আজ মঙ্গলবার বিক্ষোভ করে সিপিবি ও বাসদ। ছবি : এনটিভি
রেলের দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধের দাবিতে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ)।
আজ মঙ্গলবার দুপুরে সিপিবি ও বাসদের উদ্যোগে জামালপুর রেলজংশন স্টেশনে ওই বিক্ষোভ করা হয়।
জেলা সিপিবির সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দুর্নীতি, লুটপাট ও অপচয় রোধ করে রেলওয়েকে রক্ষার দাবি জানান।
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব খান লাবলু, সিপিবি নেতা বজলুর রশিদ বজলু, মনিরা বেগম, মোজাহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে রেল অভিযাত্রা সফল করতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।