রুমা ইউএনও কার্যালয়ে ভাঙচুর
বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও কার্যালয়ের কর্মচারীসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে যায়, রুমার ইউএনওর নেতৃত্বে গত মঙ্গলবার জেলার রুমা উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাকৃতিক বগা লেক দর্শনীয় স্থানের পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালিত হয়। ইউএনওর নির্দেশে বগা লেকের আশপাশে স্থানীয়দের গড়ে তোলা পাঁচটি কটেজ ভেঙে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন বগা লেক চূড়ার বাসিন্দারা।
ভেঙে ফেলা কটেজগুলো হচ্ছে বগা লেকের স্থানীয় টিম বমের তিনটি কটেজ, ইয়াং বম অ্যাসোসিয়েশনের একটি ও লালরাম বমের একটি কটেজ।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউএনও অন্যায়ভাবে কোনো ধরনের নোটিশ ছাড়াই পর্যটকদের সুবিধার্থে তৈরি করা কটেজগুলো ভেঙে দিয়েছেন। তাঁরা প্রাকৃতিকভাবে সৃষ্ট বগা লেকের আশপাশে ঘর নির্মাণ করে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। তাঁরা কটেজ নির্মাণ করেছেন প্রায় ১০/১৫ বছর আগে।
কটেজ ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রুমা বগা লেকবাসী ও স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরে ইউএনও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা ইউএনও অফিস ঘেরাও করে রাখে। একপর্যায়ে মিছিলকারীরা ইট-পাটকেল ছোড়ে এবং ইউএনও অফিসে ভাঙচুর চালায়। এ সময় ইউএনও কার্যালয়ের অফিস সহকারী তপন কান্তি দাশ ও স্থানীয় এলভিস বম নামের দুজন আহত হন। তাঁদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইয়াং বম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভানরাম সিয়াম বম বলেন, মঙ্গলবার কটেজ ভাঙার আগে তাঁদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। তা ছাড়া ভেঙে ফেলার মতো কোনো কারণও নেই। তাঁরা ওই জায়গায় যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। বগা লেকটি সুরক্ষার দায়িত্ব স্থানীয়রা যুগ যুগ ধরে পালন করে আসছেন। অন্যায়ভাবে কটেজ ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ জনতা ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলে বাধা দেওয়া হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল দস্তরী বলেন, বগা লেকের পাড়ে বেশ কয়েকটি টয়লেট রয়েছে। পাড়ের আশপাশে কটেজও নির্মাণ করা হয়েছে। বগা লেকের পাড় থেকে টয়লেট ও কটেজ সরিয়ে ফেলার জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারা এটা আমলে নেয়নি। এ কারণে বগা লেকের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বগা লেকের মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষুব্ধ হয়ে ইউএনও অফিসে হামলা চালানো হয়েছে। হামলায় অফিস সহকারীসহ দুজন আহত হয়েছেন। একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।