ধলেশ্বরী নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৫
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা নিয়ে গ্রামবাসী ও বালু উত্তোলনকারীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নদী-তীরবর্তী মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবদুল ফকিরের ছেলে হামিদ ফকিরকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুলতান আহমেদ জানান, আজ সকাল থেকে নদীর পাড় ঘেঁষে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। পরে গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং গ্রামবাসীকে মারধর করে। এ সময় নারীসহ পাঁচজন আহত হন। পরে এলাকাবাসী বালু উত্তোলনকারীদের আটকের দাবিতে থানা ঘেরাও করে।
এর আগেও বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙে এর পার্শ্ববর্তী গ্রাম ও বাড়িঘরের বেশ ক্ষতি হয়েছে বলে জানান সুলতান আহমেদ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।