ঝিনাইদহে নিজ রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/11/photo-1460367269.jpg)
ঝিনাইদহের কর্তব্যরত এক পুলিশ সদস্য নিজের রাইফেলের গুলিতে মারা গেছেন। আজ সোমবার কোটচাঁদপুর থানার নিচতলায় সেন্ট্রি পোস্টে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল সোলেমান হোসেন (৩০)। তাঁর কনস্টেবল নম্বর ৯৪৯। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি নাশকতা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আজ দুপুর ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার সময় থানাতেই সংবাদ সংগ্রহের কাজে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মইনুদ্দিন আহমেদ। তিনি জানান, ঘটনার সময় তিনি থানার দোতলায় অবস্থান করছিলেন। গুলির শব্দ পেয়ে তিনিসহ অন্যরা নিচে নেমে আসেন এবং সোলেমান হোসেনকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর মুখের বাঁ পাশে গুলিবিদ্ধ ছিল। সোলেমানকে দ্রুত পুলিশের ভ্যানে করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলশান আরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজদাহার আলী শেখ জানান, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি যশোর কোতোয়ালি থানার জাইতলা গ্রামে।