বাড়ি থেকে দূরে মিলল প্রবাসীর স্ত্রী-ছেলের ট্রেনে কাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, ঘটনা রহস্যজনক।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুরুলিয়া সেতু এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হলো কসবা উপজেলার সোনারগাঁ গ্রামের ইতালিপ্রবাসী কবির মিয়ার স্ত্রী বীনা বেগম (২৮) ও তার ছেলে জিলানি (৮)।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন রাসেল জানিয়েছেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি জানা যাবে।
স্থানীয়রা জানান, সকালে লোকজন রেললাইনের ওপর মা ও ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
যে স্থান থেকে লাশ দুটো উদ্ধার করা হয়েছে, সেখানে সচরাচর কেউ যায় না। আর বীনা বেগমের স্বামীর বাড়ি থেকে ঘটনাস্থলটি ২৫-৩০ কিলোমিটার দূরে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া