একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম : একজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/21/photo-1461219774.jpg)
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর একজন মারা গেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আজমিরী আহমেদ।
ডা. আজমিরী আরো জানান, মারা যাওয়া শিশুটির ওজন অন্যদের তুলনায় খুব কম ছিল। এ ছাড়া আরেকটি শিশুর অবস্থাও ভালো নয়। তবে পাঁচ সন্তান জন্ম দেওয়া মা আরজিনা বেগম সুস্থ আছেন বলে জানান চিকিৎসক।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের আরজিনা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। পরীক্ষা-নিরীক্ষার পর সেদিন রাত সাড়ে ৯টার দিকে গাইনি চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজির নেতৃত্বে একদল চিকিৎসক অস্ত্রোপচার শুরু করেন। পরে একে একে পাঁচটি সন্তান প্রসব করান তাঁরা।