রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/25/photo-1461600030.jpg)
রাঙামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মেনং রাখাইন (৫৩)।
আজ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় পুরাতন হাসপাতাল এলাকার হজরত আবদুল ফকির (রহ.)-এর মাজারের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে যাত্রী মেনং রাখাইন মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দীর্ঘদিন বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মেনং রাখাইন (৫৩) ব্যক্তিগত জীবনে সজ্জন ও সদালাপি ছিলেন।
এদিকে মেনং রাখাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা।
পৃথক পৃথক বিবৃতিতে নেতারা বলেন, মেনং রাখাইনের মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক কর্মীকে হারাল। তাঁরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।