হাটহাজারীতে র্যাব পরিচয়ে ডাকাতি
হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সদস্যরা অভিযোগ করেছেন, র্যাব পরিচয় দিয়ে ডাকাতরা ঘরে প্রবেশ করে।
বুধবার দিবাগত রাতে উপজেলার গোলাম কিবরিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ বাড়ির একজন সদস্য হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল জামান। তিনি এনটিভি অনলাইনকে জানান, তাঁর ছোট ভাই মান্নানকে ডাকাতদল হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তাঁর বৃদ্ধা মা, ছোট তিন ভাই ও তাঁদের স্ত্রীদের হাত-পা বেঁধে এক কক্ষে আটকে রাখে।
পরিবারের অন্য সদস্য শফিউল বশর জানান, ‘গভীর রাতে র্যাবের পরিচয় দিয়ে ডাকাতদল ঘরে ঢুকে আমাদের সবাইকে জিম্মি করে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, সাত-আটজনের ডাকাতদল এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।