বাংলাদেশের জনগণকে ওবামার অভিনন্দন
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সময় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একটি ‘আনন্দময় ও উৎসবমুখর স্বাধীনতা দিবস’ কামনা করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও তাঁর এই বিবৃতি প্রকাশিত হয়েছে।
বারাক ওবামা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের জনগণ খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে প্রসূতি মায়ের স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে। বলিষ্ঠ অবদানের জন্য বাংলাদেশের সুশীল সমাজ ও উদ্যোক্তাদের ধন্যবাদ। মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ একটি বৈশ্বিক মডেল হিসেবে প্রতিনিধিত্ব করছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘একটি সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র একনিষ্ঠ অংশীদার হিসেবে পাশে রয়েছে।’