বারাক ওবামা করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে ওবামা কোভিড পরীক্ষায় পজিটিভ ফল আসার কথা জানান।
টুইটারে ওবামা লেখেন, ‘কয়েকদিন ধরেই আমার গলাব্যথা, খুসখুসে কাশি ছিল। তবে এটুকু ছাড়া আমি ভাল বোধ করছি।’
টুইটে ওবামা আরো জানান, তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও কোভিড পরীক্ষা করিয়েছেন। তবে তার ফল নেগেটিভ এসেছে।
মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে ফেইসবুকে এক পোস্টে ওবামা লিখেছেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞ।’
‘আপনি যদি এরই মধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। কোভিডের মারাত্মক উপসর্গ থেকে রক্ষা পাওয়া এবং অন্যদের মাঝে কোভিড সংক্রমণের বিস্তার ঠেকাতে আপনাদের টিকা এবং বুস্টার ডোজ নেওয়া উচিত।’
সিএনএন জানায়, ওবামা শীতকালের বেশির ভাগ সময়ই হাওয়াইয়ে কাটিয়ে সদ্যই ওয়াশিংটন ডিসি তে ফিরে এসেছেন। ডিসিতে এসেই কোভিড পরীক্ষায় তার পজিটিভ ফল আসে বলে জানিয়েছেন ওবামার এক ঘনিষ্ঠজন।
ওবামার আগে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ২০২০ সালের অক্টোবরে কোভিড পজিটিভ হয়েছিলেন।