জামালপুরে শেষ হলো নাট্যোৎসব
পালাগান ‘রূপচান সুন্দরীর পালা’ মঞ্চায়নের মধ্য দিয়ে জামালপুরে শেষ হয়েছে আটদিনব্যাপী বিস্ক ক্লাব অঙ্গন নাট্যোৎসব।
গতকাল শনিবার সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমি মঞ্চে সমাপনী দিনে ঢাকার বঙ্গলোক নাট্যদল এ পালাটি উপস্থাপন করে। পালাটির রচনা ও নির্দেশনায় ছিলেন সাইফ সিদ্কিী। ‘জ্বেলে দিয়ে যাই আঁধার বিনাশী আলো’ স্লোগানকে সামনে রেখে নাট্যোৎসবের উদ্বোধন হয় গত ২৩ এপ্রিল।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবী এবং সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম, থিয়েটার অঙ্গনের অভিভাবক জাতীয় কবিতা পরিষদ জামালপুর শাখার সাধারণ সম্পাদক শফিক জামান, চলচ্চিত্র ও নাট্য পরিচালক এস এ হক অলিক, নাট্যকার আবদুল্লাহ আল মামুনের ছেলে আবদুল কুদ্দুস মামুন, বিশিষ্ট নাট্যজন মাহমুদা বেগম, থিয়েটার অঙ্গনের সংগঠক ফাহিম মালেক ইভান প্রমুখ।
অনুষ্ঠানে জামালপুরের বিশিষ্ট নাট্যশিল্পী মাহমুদা বেগমকে দেওয়া হয় ‘আবদুল্লাহ আল-মামুন সম্মাননা’।
‘রূপচান সুন্দরীর পালা’ কিশোরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত বিয়োগান্তক নাটক। এক সওদাগরপুত্রের সঙ্গে গ্রামের সহজ-সরল সুন্দরী কন্যার প্রেমকাহিনী অবলম্বনে রচিত এ পালা। অসংখ্য দর্শক মন্ত্রমুগ্ধের মতো পালাটি উপভোগ করেন।


শফিক জামান, জামালপুর