ভৈরবে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
কিশোরগঞ্জের ভৈরবে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কে বি পাইলট মডেল হাই স্কুল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম এ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রধান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা অহিদুজ্জামান ভূঞা।
৭০ জন প্রিসাইডিং, ৩৬৮ জন সহকারী প্রিসাইডিং এবং ৭৩৬ পোলিং অফিসারের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই কর্মশালায় উপস্থিত থেকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম তালুকদার বক্তব্য রাখেন।
আজ মঙ্গলবার কর্মশালার সমাপনীতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবসহ একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহায়তা চেয়ে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।
আগামী ৭ মে শনিবার অনুষ্ঠেয় ভৈরবের আগানগর, সাদেকপুর, গজারিয়া, শিমূলকান্দি, শ্রীনগর, কালিকাপ্রসাদ ও শিবপুর—এই সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্যপদে ২৩০ জন এবং সংরক্ষিত (নারী) আসনে ৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক লাখ ২০ হাজার ৬৬৯ ভোটার ৭০টি কেন্দ্রের ৩৬৮টি ভোটকক্ষে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬২ হাজার ৫১১ জন পুরুষ আর ৫৮ হাজার ১৫৬ জন নারী ভোটার।

মোস্তাফিজ আমিন, ভৈরব