পতেঙ্গা থানা শিবির সভাপতিসহ আটক ৬
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ইসলামী ছাত্রশিবিরের পতেঙ্গা থানা শাখার সভাপতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে বন্দর থানায় সাংবাদিকদের সামনে এসব নেতা-কর্মীকে হাজির করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম সাংবাদিকদের জানান, রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি তেল শোধনাগার উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এনামুলের স্বীকারোক্তি অনুযায়ী ওই ঘটনায় জড়িত এসব শিবির নেতা-কর্মীর নাম ওঠে আসে। পরে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই ছয়জনকে আটক করা হয়। বোমা হামলা করে চট্টগ্রামের জ্বালানি স্থাপনা পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারি উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রসহ নানা নাশকতা ঘটানোর কথা আটক এসব নেতা-কর্মী স্বীকার করেছেন বলে দাবি করেন ওসি।
আটক ব্যক্তিরা হলেন পতেঙ্গা থানা শিবিরের সভাপতি ফজলুর রহমান রুবেল, শিবিরকর্মী জমির উদ্দিন, খালিদ হাসান, আবদুল করিম, এ জে এম আলী আরিফ ও মাহাবুবুর রহমান। এদের সাংবাদিকদের সামনে হাজির করা হলেও কথা বলতে দেওয়া হয়নি।