ভৈরবে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আহত ৪
কিশোরগঞ্জের ভৈরবে আজ রোববার দুপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালক রাব্বি মিয়াকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় লোকজন জানায়, আজ দুপুর ১২টার দিকে শিমুলকান্দির গোছামারা থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা ভৈরব বাজার যাচ্ছিল। অটোরিকশাটি চণ্ডীবের মুর্শিদ-মুজিব উচ্চ বিদ্যালয় এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুটোই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে মোটরসাইকেল চালক রাব্বি মিয়া, অটোরিকশার যাত্রী রুনা বেগম, শারমিন বেগম ও তার তিন বছরের শিশুপুত্র বাদশাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা রুনা, শারমিন ও বাদশাকে হাসপাতালে ভর্তি করলেও রাব্বি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মোস্তাফিজ আমিন, ভৈরব