পাবনায় নিজ ঘরে ধর্ষণের শিকার গৃহবধূ
পাবনার বেড়া উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গত শুক্রবার রাতে তাঁর ঘরে ঢুকে ধর্ষণ করেছে আবদুল হামিদ নামের এক ব্যক্তি। এলাকাবাসী হামিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেড়া পৌর এলাকার সানিলা গ্রামের আবদুল হামিদ (৩৫) দীর্ঘদিন ধরে বিধবা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। সে বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। তাতে গৃহবধূ রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে হামিদ ওই গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় বাড়ি ও আশপাশের লোকজন টের পেয়ে ঘরে শিকল আটকে হামিদকে আটক করে। পরে বেড়া মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হামিদ ও গৃহবধূকে থানায় নিয়ে যায়। শনিবার হামিদকে পাবনা জেলহাজতে পাঠানো হয়। গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গৃহবধূর বড়বোন জানান, ছোট বোনের স্বামী মারা যাওয়ার পর থেকেই হামিদ তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত।
এলাকাবাসী জানায়, হামিদ এর আগেও এভাবে একাধিক নারী সঙ্গে এ রকম ঘটনা ঘটিয়েছে।
বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গৃহবধূ অসুস্থ থাকায় থানায় মামলা হয়নি। তবে হামিদকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা