মাদারীপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/10/photo-1462890462.jpg)
মাদারীপুর জেলা ঐক্য পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার শহরে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
মাদারীপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে জেলা ঐক্য পরিষদের আয়োজনে বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১দিকে মাদারীপুর শহরের লেকের পার থেকে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, তাঁরা ঢাকা বিভাগ ছাড়বেন না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে গেলে তাঁদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। তা ছাড়া মাদারীপুরের সঙ্গে ফরিদপুরের চেয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, দূরত্বও কম। তাই তাঁরা ঢাকা বিভাগ ছেড়ে অন্য বিভাগে যেতে চান না।