মাদারীপুরে ঘরে আগুন, বৃদ্ধার মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/15/photo-1463322042.jpg)
মাদারীপুর সদর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামিলা বেগম (৬০) ওই গ্রামের মৃত গনি চৌকিদারের স্ত্রী।
সূত্র জানায়, জামিলা বেগম দুপুরে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। বিকেল সাড়ে ৪টায় ঘরে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যায়।এ সময় জামিলা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘বিষয়টি আমরা জানি না, এইমাত্র আপনাদের মাধ্যমে জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।’