ঠাঁকুরগাঁওয়ে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/17/photo-1463505293.jpg)
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পয়গাম আলীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে প্রতিপক্ষ। ছবি : এনটিভি
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পয়গাম আলীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে প্রতিপক্ষ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২০-২৫ জন ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর কার্যালয়ে হামলা চালায়।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও এর চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ছাড়া অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।