খালেদা জিয়া ২ বছরের মধ্যে বিচারের মুখোমুখি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই বছরের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আজ বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাসদের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
খালেদা জিয়ার প্রশ্রয়ে দেশে বিএনপি-জামায়াতে ইসলামী জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচারের মতো মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার করবে সরকার।
এ ছাড়া জঙ্গি তৎপরতা, দলবাজি ও আর্থসামাজিক বৈষম্যকে বর্তমানে দেশের প্রধান সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দৃঢ়ভাবে এসব সমস্যা মোকাবিলা করে যাচ্ছে।
বিগত জাতীয় কাউন্সিলে দলত্যাগী নেতাদের প্রতি হাসানুল হক ইনু বলেন, তাদের জন্য দলের দরজা খোলা আছে।
এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ সকালে সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক লাঞ্ছনার বিষয়ে কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা।

মারুফ আহমেদ, সিলেট