পাবিপ্রবির ছাত্র উপদেষ্টার অপসারণ দাবিতে মানববন্ধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুল্লাহকে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অপসারণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করা হয়।
ড. মুহাম্মদ হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল গাড়ি ব্যবহার নিয়ে ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী (ইনস্ট্রুমেন্ট) কামরুজ্জামানকে প্রকাশ্যে অপমান করেন। এর প্রতিবাদে ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছাত্র-উপদেষ্টার দপ্তর তালাবদ্ধসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অপসারণসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দেন।

২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ওই শিক্ষককে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অপসারণ, অনিশ্চয়তায় কর্মরত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অ্যাডহকদের স্থায়ী নিয়োগ ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের অ্যাডহককরণ, বছরখানেক ধরে কোনো ধরনের বেতন না দিয়ে অমানবিকভাবে খাটিয়ে নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পদসহ বেতন প্রদান, কর্মকর্তাদের ব্যক্তিগত স্কেল নীতিমালা সংশোধন, বিশ্ববিদ্যালয়ের যানবাহন ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য দূরসহ সাত দফা দাবি জানান।

এ বি এম ফজলুর রহমান, পাবনা