অ্যাটকো চেয়ারম্যানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার আলহাজ্ব মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের পক্ষে এই স্মারকলিপি দেওয়া হয়।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর ফটকে গিয়ে কার্যালয়ের কর্মকর্তাদের হাতে এই স্মারকলিপি তুলে দেন মুক্তি পরিষদের সদস্য সচিব এম হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করে ওই স্মারকলিপিতে বলা হয়েছে, ‘মোসাদ্দেক আলীকে গত ১ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাঁর নামে খিলগাঁও, বাড্ডা ও মিরপুর মডেল থানায় গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অর্থের জোগান ও ইন্ধনদাতা হিসেবে তিনটি মামলা দেওয়া হয়, যা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর।’
মোসাদ্দেক আলী দেশ-বিদেশের মানুষের কাছে গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন মন্তব্য করে স্মারকলিপিতে আরো বলা হয়েছে, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং সুস্থধারার সাংস্কৃতিক বিকাশে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন। সে সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিশুনিবাস ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এ ছাড়া দীর্ঘ এক যুগ ধরে দেশের শীর্ষস্থানীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে ক্রীড়া উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
অ্যাটকোর চেয়ারম্যান দল-মত নির্বিশেষে সব মানুষের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হয়ে উঠেছিলেন মন্তব্য করে স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, ‘সদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে আপনি নিজেও পছন্দ করেন, এ আমাদের বিশ্বাস। সে কারণেই মুক্তি পরিষদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দেওয়া মামলাগুলো প্রত্যাহার ও মুক্তি দাবিতে এ স্মারকলিপি আপনার করকমলে।’