দিনাজপুরের ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/30/photo-1427728327.jpg)
দিনাজপুরের বিরামপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত তিন আসামি একই ইউপির তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ মার্চ বরখাস্তের আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। গতকাল রোববার এই আদেশ বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে এসে পৌঁছায়।
বিরামপুরের ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর কাটলা ইউপির চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শামছুল আলম হরতালবিরোধী মিছিল নিয়ে বিরামপুর আসার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি।
এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হলে পুলিশ ২৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে কাটলা ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আতারুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রয়েছেন। এই তিন সদস্যকে বরখাস্ত করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ইউপি চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি বিভাগ ১১ মার্চ তাঁদের বরখাস্তের আদেশ জারি করে। স্থাসবি/ইপ/সাবঅ-৩০/২০০৭-১৯৬ স্মারকের আদেশপত্রটি গতকাল রোববার বিরামপুরের ইউএনওর দপ্তরে আসে।
আদেশে বলা হয়, ‘তাঁদের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাঁদের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করায় স্থানীয় সরকার (ইউপি) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা বলে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’