ঝড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট দিনমজুর
ঘূর্ণিঝড়ের সময় ভোলা সদর উপজেলায় ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুর মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মহাজন বাড়ির সামনে একটি মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।
দিনমজুর মিলন নন্দী ওই গ্রামেরই বাসিন্দা।
গ্রামের বাসিন্দা বিকাশ বলেন, রোয়ানুর সময় বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এ বিষয়ে ভোলার বিদ্যুৎ কার্যালয়কে জানালেও তারা কর্ণপাত করেনি। আজ মিলন দিনমজুর হিসেবে সুদর্শন বেপারীর মাছের ঘেরে কাজ করতে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুতের তার না সরানোর ফলেই এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘এ ধরনের তার অনেক স্থানেই ছিঁড়ে পড়েছে। এখন কেউ মারা গেলে আমাদের কী করার আছে? অনেক স্থানেই তার ছিঁড়ে পড়েছে।’

আফজাল হোসেন, ভোলা