অবশেষে পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহর পদত্যাগ
অবশেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ড. এম হাবিবুল্লাহ। আজ বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লেখা পদত্যাগপত্র রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের কাছে জমা দেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক পদ থেকে ছাত্র উপদেষ্টা ড. এম হাবিবুল্লাহর অপসারণসহ সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা সব বিভাগে তালা ঝুলিয়ে দেন।
পাবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. এম হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার নিয়ে এক কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল-নকীব চৌধুরীর সঙ্গে কর্মকর্তা-কর্মচারী নেতারা আলোচনায় বসেন। কিন্তু উপাচার্য কোনো দাবিপূরণ না করায় গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে সব প্রশাসনিক কার্যালয় বন্ধ করে দেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা