ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে আজ বুধবার দুপুরে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বাবা আবুল কালাম আজাদ (৪০) ও শিশু ছেলে নাগর (৫)।
স্থানীয় লোকজন জানায়, এওয়াজ এলাকার আবুল কালাম আজাদ পাশের বাড়ি থেকে বিদ্যুতের সাইড লাইন নিয়েছিলেন। সাইড লাইনের তার ছিড়ে গেলে আজ দুপুরে তিনি জোড়া লাগাতে যান। এ সময় শিশু ছেলে নাগর তাঁর কোলে ছিল। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে উভয়েই মারা যায়।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আফজাল হোসেন, ভোলা