কাপ্তাইয়ে গাড়ি উল্টে দুজন নিহত, বিজিবি ক্যাম্পে হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/27/photo-1464330939.jpg)
রাঙামাটির কাপ্তাই উপজেলায় চাঁদের গাড়ি উল্টে দুজন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের বড় খোলাপাড়া চেকপোস্টে এ ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন গাড়ির চালক জাবেদ ও চালকের সহকারী সাদ্দাম।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়ায় চাঁদের গাড়ি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয় লোকজন বড় খোলাপাড়া বিজিবি চেকপোস্টে হামলা ও ভাংচুর চালায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে চোরাই কাঠবাহী একটি চাঁদের গাড়ি রাইখালী হয়ে রাজস্থলী উপজেলার দিকে যাচ্ছিল। পথে চেকপোস্ট থেকে বিজিবি সদস্যরা গাড়িটি চেক করার জন্য থামতে বলে। কিন্তু এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে উল্টে ঘটনাস্থলে সাদ্দাম নামের চাঁদের গাড়ির হেলপার নিহত ও জাবেদ নামের চালক গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় জাবেদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বলেন, ‘রাতে বিজিবি চেকপোস্টের সামনে দিয়ে একটি চাঁদের গাড়ি যাওয়ার পথে ক্যাম্প থেকে দায়িত্বরত সদস্যরা গাড়িটি থামতে বলেন। চালক না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজন নিহত ও একজন আহত হয়েছে বলে জেনেছি।’