রাস্তায় ছাত্রীদের এলোপাতাড়ি কোপ, নিহত ১ আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আরো অন্তত তিন ছাত্রী আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম কনিকা ঘোষ (১৫)। সে মহিপুর গ্রামের লক্ষ্মণ ঘোষের মেয়ে। আহত অন্য ছাত্রীরা হলো একই এলাকার তানজিলা, মরিয়ম ও তারমিন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আজ সকালে মহিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির চার ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।
তারা মহিপুর কলেজ মোড়ে পৌঁছালে ধাইনগর গ্রামের আবদুল মালেক (২২) তাদের পথ রোধ করে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় হাঁসুয়ার আঘাতে আহত হয়ে কনিকা ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে। কনিকার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ওই যুবক।
ওসি আরো জানান, পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনিকাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তবে কী কারণে আবদুল মালেক এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।