বালুর স্তূপে চোরাই মোটরসাইকেল!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/28/photo-1464451931.jpg)
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল জুনিয়র হাই স্কুলের পাশের বালুর স্তূপ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
রামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল বলেন, ‘আজ শনিবার দুপুর ২টার সময় মোটরসাইকেলটির মালিক পরিচয়দানকারী গুইমারার কংজরী মারমা নামের এক ব্যক্তি গাড়িটি উদ্ধারে আমার সহযোগিতা চান। তথ্য অনুযায়ী সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞেস করে তাঁদের দেওয়া তথ্য মতে খাগড়াবিল বাজারের পাশের বালু মহলে তল্লাশি করলে মোটরসাইকেলটি পাওয়া যায়। এ সময় রামগড় থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি উদ্ধার করে।’
আবদুল জলিল আরো জানান, স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারী শুক্রবার গুইমারা থেকে ভাড়া করে গাড়িটি লামকুপাড়ায় নিয়ে চালককে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে চালক অভিযোগ করেছেন।
রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় প্লাটিনা ১০০ সিসির চট্টমেট্রো হ ১৩-৭৮৮৭ নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গাড়ির মালিক বৈধ কাগজপত্র দেখিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন। মামলা করা হলে পরে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।